আদিম পশ্চিম টেক্সাসের এক ছোট আপাত শান্ত শহরে একদিন উদয় হলো এক মানুষরুপী জানোয়ার বিল - তার পেশা লুঠপাঠ আর নেশা হত্যা| সেই শহরের শেরিফ জ্যাক ওরফে দানবের সাথে তার সংঘর্ষের কাহিনী নিয়ে এক নি:শ্বাসে পড়ে ফেলবার মতো দুর্দান্ত কমিকস| ইন্দ্রনীল ঘোষের অসামান্য সৃষ্টি |